জন্মাষ্টমী উৎসবকে ঘিরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।
নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, স্থানীয়ভাবে জানতে পারি, দীর্ঘদিন থেকে ওই মন্দিরকে নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। তাই জন্মাষ্টমী উৎসবকে ঘিরে হিংসতা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সেখানে যেন কোন প্রাণহানির ঘটনা না ঘটে তাই বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল ৬টা থেকে আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা কার্যকর থাকবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরের জমি ভোগদখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও ইসকন ব্যতীত অন্য অংশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। তখন থেকেই ওই মন্দিরে ধর্মীয় উৎসবের সময় সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: