কুয়াকাটায় পঁচা-বাঁশি খাবার সরবরাহ, সংরক্ষণ: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৭:২৩

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় পঁচা-বাঁশি খাবার সরবরাহ ও সংরক্ষণের দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (১৬আগষ্ট) দুপুর ১১ টা থেকে ১টা পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের খাবার হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় যথাক্রমে যমুনা রেঁস্তোরার মালিক মোঃ ওলিউল্লাহ্ ওলি (৩০) কে ২০হাজার টাকা, পটুয়াখালী জয় হোটেলের মালিক গনেশ দাস (৪২)কে ১০ হাজার টাকা, আল-মদিনা হোটেলের মালিক আলমগীর (৪৩)কে ৩০ হাজার এবং বৈশাখী হোটেলের মালিক ইমাম গাজী (৩৯)কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় খাবার হোটেল গুলোকে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এস আই রিপন আহম্মেদের টিম।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর