-2022-08-15-19-02-59.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র সদর দপ্তর ঢাকার নির্দেশনায় বিজিবি’র সেক্টর সদর দপ্তর সিলেট কর্তৃক ৪৮ বিজিবি’র ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আওতাধীন এলাকায় ২৫০ টি গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৫ আগস্ট সোমবার বিকাল ৪ টায় ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আয়োজনে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, ৪৮ বিজিবি'র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, ৪৮ বিজিবি সেকেন্ড ইন কমান্ড মেজর জি এম শাহীন মনোয়ার, ডিবির হাওড় ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তরিকুল ইসলাম সহ বিজিবি'র সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা ২৫০ টি গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: