নারায়ণগঞ্জে চুনা কারখানায় গ্যাস কারচুপি, লাখ টাকা জরিমানা

মোশতাক আহমেদ শাওন: | ১৫ আগষ্ট ২০২২, ১২:৫৮

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজীগঞ্জস্থ ইছামতি লাইমস্ নামক চুন কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

এসময় কারখানায় গ্যাস মিটারের ইনডেক্সে তার ঢুকিয়ে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে গ্যাস কারচুপি করার অপরাধে গ্যাস আইন ২০১০-এ প্রতিষ্ঠানের কারখানার ম্যানেজার মো. বাবুল দেওয়ান (৫০) কে এক লাখ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

রবিবার (১৪ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন। 

অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। ভবিষ্যতে এধরনের অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর