ডা: আবেদ-সুফিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাহবুবুর রহমান নাহিদ | ১৩ আগষ্ট ২০২২, ০৪:৫৩

সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তর্গত চরপুটিমারী ইউনিয়নের পেচারচর ডাক্তারবাড়ির আওতাধীন প্রস্তাবিত ডা: আবেদ-সুফিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

আজ ১২ আগস্ট ২০২২, শুক্রবার জুম্মা নামাজের আগ মুহূর্তে ডা: আবেদ-সুফিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ড. শহীদ আতাহার হোসেন সাহেব, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, ডাক্তারবাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুস, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম লিমন, শ্রীবরদী উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রেজুয়ান আহাম্মেদ খোকন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মনির হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডা: আবেদ-সুফিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. শহীদ মোতাহার হোসেন সাহেব কানাডা অবস্থান করায় সার্বিক দায়িত্ব পালন করেন তাঁর ছোট ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ড. শহীদ আতাহার হোসেন।

উল্লেখ্য, স্বাধীনতাত্তোর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী শেরপুর জেলার পশ্চিমাঞ্চলের তৎকালীন একমাত্র রেজিস্টার্ড চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক এবং ১১নং চরপুটিমারি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ডা: আবেদ আলী সাহেব ও তাঁর সহধর্মিণী সুফিয়া বেগম এঁর নামে ডা: আবেদ-সুফিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর