কুমিল্লার চৌদ্দগ্রামে ক্ষতিকর রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‘কোয়ালিটি আইসবার’ নামে এক আইসক্রিম ফ্যাক্টরীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করা হয়।
বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মিয়াবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ওই এলাকায় মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকর রঙ মিশিয়ে দেশের নামিদামি ব্র্যান্ডের নামে আইসক্রিম বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় রঙ মিশ্রিত বিভিন্ন ব্রান্ডের ১০ হাজার নকল আইসক্রিম, ৩০ হাজার মোড়ক, ২৬ কৌটা অনুমোদনহীন রঙ ও ২০ কেজি চকলেট পাউডার জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানে কারখানার মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: