ফরিদপুরে শেখ জামাল ক্রীড়াচক্রের কমিটি ঘোষণা

এহসান রানা, ফরিদপুর | ১১ আগষ্ট ২০২২, ০৪:৪৯

সংগৃহীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ কে সভাপতি এবং শেখ জামাল ক্রীড়া  চক্রের  সাধারণ সম্পাদক দীপক মজুমদারকে সাধারণ সম্পাদক করে শেখ জামাল ক্রীড়া চক্রের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মোট ১৭ জনকে উপদেষ্টা মন্ডলী নির্বাচিত করা হয়।

মঙ্গলবার বিকেলে শেখ জামাল ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ জামাল ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডা. আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, কানাইপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন,   সহসভাপতি শামসুল আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক মো. ওহিদুর রহমান, শেখ জামাল ক্রীড়া চক্রের সদস্য কামরুজ্জামান কাফি, শওকত আলী জাহিদ, আবু নাঈম প্রমুখ।

সভায় শেখ জামাল ক্রীড়া চক্রের আগামী দিনের কার্যক্রম তুলে ধরে বিশদ আলোচনা করা হয়।

প্রসঙ্গত, গত বছর প্রথম বিভাগ ফুটবল লিগে শেখ জামাল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুধু ফুটবল নয় ক্রিকেট হকি সহ অন্যান্য খেলায় নিজেদের সুনাম বয়ে আনবে বলে আশা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর