ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে আমেরিকান জাল ডলারসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রবিবার বিকেল ৬টার দিকে উপজেলার ধীতপুর দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত সোবহান ফকিরের ছেলে সোহেল মিয়া ও পাড়া বাসাতি গ্রামের আতাউর রহমানের ছেলে খালেকুজ্জামান তুহিন।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদে জানা যায়- দীর্ঘদিন ধরে আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করছিলেন সোহেল ও তুহিন। তারা টাকার বিনিময়ে এসব জাল ডলার বিক্রি করতেন। বিদেশি মুদ্রা হওয়ায় অনেকে ডলারের জাল বিষয়টি ধরতে পারতেন না।
তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে সোমবার বিকেলে উপজেলার ধীতপুর দক্ষিণ বাজার এলাকায় আমেরিকান জাল ডলার নিয়ে তারা অপেক্ষা করছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা ৩২১টি জাল আমেরিকান ডলার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদের সঙ্গে জাল টাকার ব্যবসা করা ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: