চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশনে ৬৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ০৬:৩৭

সংগৃহীত

চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশনে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার দুপুরে পৃথক অভিযানে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ।

সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, দুপুরে লোকনাথপুর গ্রামের মেসার্স কেএম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। ওই ফিলিং স্টেশন থেকে বিক্রি করা পেট্রোল ও অকটেন পরিমাপ করে দেখা যায় কারচুপি করে গ্রাহককে কম তেল দেওয়া হচ্ছে। হাতে নাতে ধরার পর ওই ফিলিং স্টেশনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক এক অভিযানে দামুড়হুদা ফিলিং স্টেশনে মবিলের বোতলে কোনো মূল্য লেখা না থাকায় ওই ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর