নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১০টায়, ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুভ উদ্বোধন এবং গরীব অসহায়দের সহায়তা মূলক চেক প্রদান অনুষ্ঠান, ডাঃ মোস্তফা হজরা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মোঃ সলিমুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী টিউটরস ইনক এর চেয়ারম্যান সৈয়দ নুর আলম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, জনাব মোঃ মাইনুল হোসাইন তামিম (ম্যানেজার শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড), মারিয়ম নুর ইউনুস (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুল) ফাউন্ডেশনের অন্যাতম উপদেষ্টা জনাব মোঃ গোলাম মর্তুজা, মোঃ গোলাম মাওয়লা, জহিরুল ইসলাম কায়সার, এবং চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের অন্যতম উপদেষ্টা গোলাম মর্তুজা, ডাঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় শিক্ষা বিস্তারের জন্য মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের এবং গরীব অসহায় এবং মেধাবীদের শিক্ষাবৃত্তির মাধ্যমে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন,অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং বক্তারা এলাকার উন্নয়নে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভিন্ন সময় এলাকার বিভিন্ন গরীব অসহায় এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা, ইমাম-মুয়াজ্জিনদের কে বিভিন্ন সময় সহযোগিতা করোনাকালীন এবং বন্যার সময় অসহায় দুস্থদের পাশে থেকে ডাক্তার মোস্তফা ফাউন্ডেশন কাজ করেছে।
সভাপতির বক্তব্যে ডাঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া বলেন ডাঃ এই দেশের রিয়েল হীরো হচ্ছে আমাদের শিক্ষক সমাজ যারা সঠিক মানুষ তৈরীতে নিরলস পরিশ্রম করে যান আমারা সকল শিক্ষকদের শ্রদ্ধা জানাই, মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি মানবিক ফাউন্ডেশন যেখান থেকে আমরা এলাকার স্থানীয় অসুস্থ রোগীদের বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকি, যে সমস্ত শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা করতে পারেনা তাদেরকে সহযোগিতা করে থাকি এবং যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের সাধ্যমত অসহায় এবং দুস্থ সমস্ত মানুষ গুলোকে সহযোগিতা করা হয়ে থাকে। তবে ডাঃ মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ভিক্ষাবৃত্তি বন্ধ করে মানুষকে স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাতে করে নিজেদের জীবিকার ব্যবস্থা নিজেরা করতে পারে, ফাউন্ডেশনের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেন এবং কয়েকজন দুস্থ এবং অসহায় রোগীদের চিকিৎসার জন্য চেক প্রদান এবং সেলাই মেশিন প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে কেক কেটে বৃত্তি পরীক্ষার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: