ইটনায় শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজন

মোঃ মুজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৫:৪৫

সংগৃহীত

কিশোরগঞ্জে ইটনা উপজেলা প্রশাসনে উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

০৫ আগস্ট (শুক্রবার) উপজেলার হল রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সালাম, উপজেলা সমন্বয়কারী অফিসার আলী আকবর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইলিয়াস হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকিকুর রেজা খান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মহিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহমদ, উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান, মহেন্দ্র চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। 

প্রধান অতিথি চৌধুরী কামরুল হাসান বলেন, আমাদের ইতিহাস জানতে হবে, জানতে হবে শহীদ শেখ কামালের ইতিহাস। শেখ কামাল বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্রও ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্পী গোষ্ঠী। এছাড়া তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও।অভিনেতা হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ০৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৫ আগস্ট শাহাদত বরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এম এ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন। আলোচনা সভা শেষে ০৯ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর