৬ দফা দাবিতে ৩ দিন ধরে নাসিক পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ

মোশতাক আহমেদ শাওন | ৫ আগষ্ট ২০২২, ১০:৫৩

সংগৃহীত

বেতন ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবির আদায়ের লক্ষ্যে টানা তিনদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের সংগঠন ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা।

কর্মসূচীর তৃতীয় দিন বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। পাঁচ শতাধিক পরিচ্ছন্ন কর্মী ঝাড়ু হাতে নিয়ে এই কর্মসূচীতে অংশ নেন।

মানববন্ধনে পরিচ্ছন্ন কর্মীরা জানান, কাজের বিনিময়ে প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পান সিটি করপোরেশনের ১২শ’ পরিচ্ছন্ন কর্মী। এই স্বল্প বেতনে ঘর ভাড়া দেয়াসহ পরিবারের খরচ চালানো তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার উপর উৎসব বোনাস বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে কেটে নেয়া হয়। তাই বেতন ভাতা বাড়ানোর জন্য গত পাঁচ বছর যাবত পরিচ্ছন্ন কর্মীরা দাবি জানালেও সিটি করপোরেশন কতৃপক্ষ কোন গুরুত্বই দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

অবিলম্বে দাবি মেনে নেয়া না হলে সব কাজ বন্ধ করে দিয়ে অনশন করার হুঁশিয়ারি দেন পরিচ্ছন্নকর্মীরা। এর আগে ছয় দফা দাবিতে গত মঙ্গল ও বুধবার দুইদিন নগর ভবন ঘেরাও কর্মসূচী পালন করেন তারা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর