খাবারে তেলাপোকা: গুনতে হল জরিমানা

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৪ আগষ্ট ২০২২, ১১:২৭

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সেভেন স্টার নামে এক খাবার হোটেলের তরকারিতে তেলাপোকা পাওয়ায় হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, স্থানীয় সাংবাদিক শফিউল্লাহ আনসারী কয়েকজন শিক্ষককে নিয়ে খাবার খেতে গেলে খাশির গোস্তের তরকারির ভেতরে তেলাপোকা দেখতে পান। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে উল্টো স্টাফরা তাদের সাথে খারাপ আচরণ করে।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে অবগত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, হোটেলটিতে অনিয়ম পেয়েছি, তাই ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর