নকল মশার কয়েল তৈরির অপরাধে জরিমানা

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৭:৪৯

সংগৃহীত

রাজধানীর ডেমরার পাইটি এলাকায় নকল মশার কয়েল তৈরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই‘র ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান নকল কয়েল ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর ২ টার দিকে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালিয়ে জরিমানা করে। 

সরেজমিন জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডেমরা থানার পাইটি এলাকায় জনৈক কবির হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গর্জন মশার কয়েল এর ব্রান্ড নকল করে লতা গর্জন নামে মশার কয়েল তৈরি করে অবৈধভাবে বাজারজাত করে আসছেন। এ বিষয়ে গর্জন নামক মশার কয়েলের মালিক পারভেজ আহমেদ বিএসটিআই কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার অভিযান বিএসটিআইএর ভ্রাম্যমাণ আদালত।  

বিএসটিআই‘র ফিল্ড অফিসার শরীফুল ইসলাম জানান, লতা গর্জন নামের একটি মশার কয়েল কারখানায় দীর্ঘদিন ধরে নকল কয়েল তৈরি করে আসছেন এমন অভিযোগের ভিত্তিতে ডেমরা থানার পাইটি এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে জনৈক কবির হাওলাদারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর