মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ১ আগষ্ট ২০২২, ০৬:৩৩

সংগৃহীত

মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে র‍্যালী ও পৌরসভার মেইন রিভার রোড, শহিদ মিনার, ঈদগাহ ও পানি সরবরাহ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনায় বৃক্ষ রোপনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহি কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, কাউন্সিলর এইচ এম শরিফুল ইসলাম, কাউন্সিলর মোঃ বাহাদুর মিঞা, কাউন্সিলর শফিকুর রহমান খান, কাউন্সিলর মোঃ আল আমিন গাজী, কাউন্সিলর সরোয়ার হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মীর জোহরা, সংরক্ষিত কাউন্সিলর শিউলি আক্তারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

এ সময় মেয়র শেখ আঃ রহমান বলেন পৌরসভার বিভিন্ন সড়কে মাস ব্যাপী চারা রোপন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর