দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩১ জুলাই ২০২২, ০৪:০১

সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের নূরনগর-জাফরপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

শনিবার দুপুর একটার দিকে নূরনগর-জাফরপুর এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুলু হোসেন আনন্দ (২৩), নূরনগর কলোনীপাড়ার কিতাব আলী ছেলে মোহাম্মদ মিঠু (২৩) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মুক্তা হালদার (২৮)।

আহত রাজশাহী জেলার মোহনপুর গ্রামের রনি মিয়া (৩৫) চিকিৎসাধীন আছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে একজন মারা গেছেন। সার্বিক খোজখবর নেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, চারজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীর অবস্থায় মুক্তা হালদার মারা যান। অপর আহত ব্যক্তির অবস্থাও শংকটাপন্ন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর