পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন থেকে বঙ্গোপসাগরে গিয়ে মাছ শিকারের সময় ২টি ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে।
জেলেরা জানান, বৃহস্পতিবার রাতে সোনার চর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া চরমোন্তাজ গ্রামের জল্লিল শিকদার মালিকানা এফবি জলিল ও হালিম শিকদার মালিকানা এফবি হালিম নামে দুটি ট্রলার থেকে জিম্মি করে ৮ লাখ টাকার মাছ, এক হাজার লিটার জ্বালানি তেলসহ জেলেদের ১৮ টি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন পিটিয়ে ভেঙে বিকল করে রেখে যায় ডাকাতদল।
বঙ্গোপসাগর থেকে শুক্রবার বিকেল ৪ টার দিকে ফিরে এসে জলিল শিকদার নামের ট্রলারের মাঝি জানান, সাগরে ওই ডাকাতদল অন্তত ১০টি ট্রলারে ডাকাতি করে জেলেদের মারধর করে। মাছসহ নগদ টাকা ও জ্বালানি তেল লুটে নিয়ে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: