সিদ্ধিরগঞ্জে চোরাই ডিজেলসহ জ্বালানি তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার 

মোশতাক আহমেদ শাওন | ৩০ জুলাই ২০২২, ০৬:৪৮

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ জ্বালানি তেল চোরাই চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মালিগাঁও গ্রামের মো. আঃ রহিমের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়পয়ারী গ্রামের ওহেদ আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪৫)। 

এ সময় চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করে র‌্যাব। শুক্রবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল ২৮ জুলাই বৃহস্পতিবার বিকালে সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চোরাই ডিজেলসহ মো. ইসমাইল হোসেন ও মো. আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে থাকে। তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর