শেরপুরে এস.এস.সি ৯৭ তম ব্যাচের আত্ম প্রকাশ

শেরপুর প্রতিনিধি | ৩০ জুলাই ২০২২, ০৫:৫৮

সংগৃহীত

"চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে""এই স্লোগান ধারন করে এস এস সি ৯৭ ব্যাচ সামাজিক সংগঠন আত্ম প্রকাশ করা হয়েছে। 

গত ১১জুলাই (সোমবার) সংগঠনের সাধারণ সভায় ৩ বছর (২০২২-২৪) এর জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সংগঠনটির মোঃ মোস্তানুল হক (মোস্তান)

 সভাপতি ও অনির্বাণ রায় চৌধুরী (জন)  

 সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কমিটিতে সৈয়দ আব্দুল্লাহ আল নকিব সহ-সভাপতি।

 যুগ্ম সম্পাদক : মোঃ নুরুজ্জামান (লিটন)

 সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ সাইফুল ইসলাম লেবু। কোষাধ্যক্ষ,রিপন কুমার নন্দী,

প্রচার সম্পাদক,মোঃ মুক্তাদির রাজন,

আইন বিষয়ক সম্পাদক, সঞ্জিব বিকাশ সাহা কৃষ্ণ,

শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুল ইসলাম সুমন,ক্রীড়া সম্পাদক,মোঃ গোলজার হোসেন,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সঞ্জয় রায়,

ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক,হাসান শরাফত,

দপ্তর সম্পাদক, শুভজিত মিত্র মজুমদার রাতুল,

ধর্ম সম্পাদক (মুসলিম),মোঃ মাসুদুর রহমান, 

ধর্ম সম্পাদক (হিন্দু),সৌমিত্র পাল 

এছাড়া কার্যকারী সদস্য পদে রয়েছেন-মোঃ মোখলেছুর রহমান ও সুজিত চন্দ্র দে। 

সভাপতি মোঃ মোস্তানুল হক (মোস্তান) বলেন ‘যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন তৃপ্তি পাই। বর্ষাকালে আমাদের দেশের অনেক স্থান বন্যায় প্লাবিত হয়। বন্যাকবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, ছিন্নমূল শিশুদের শিক্ষাদান, বয়স্কদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন এবং শীত বস্ত্র বিতরণ উল্লেখযোগ্য,তিনি বলেন সকলের সহযোগিতা পেলে সংগঠনকে সঠিক ভাবে পরিচালনা ও অসহায় মানুষের পাশে থাকা সম্ভব।

সাধারণ সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী (জন) বলেন, মানুষ সামাজিক জীব। ভৌগোলিক এবং আর্থ-সামাজিক কারণে সমাজে মদ, জুয়া, নারী নির্যাতন, দুর্নীতি, সুদ ও ঘুষসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রয়েছে। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এই ব্যাধিগুলো নির্মূলে সামাজিক সংগঠনগুলো কাজ করে। মানববন্ধন, আলোচনা সভা, সেমিনার এবং লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক নানা সমস্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলে এসব সংগঠন। এই কার্যক্রম সুস্থ সমাজ গড়তে খুবই দরকারি। এছাড়াও সংগঠনগুলো বিভিন্ন সেবা, শিক্ষা এবং বিনোদনমূলক কাজ করে। সদস্যরা নিজের দায়বদ্ধতা থেকেই এসব কাজ করেন। সামাজিক সংগঠন থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিভিন্নভাবে উপকৃত হয়।

 সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম লেবু তিনি বলেন যেকোনো সমস্যা-সঙ্কট সুরাহা করতে রাষ্ট্রের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হয়। যখন আমরা যুক্তভাবে কোনো কাজ করি, তখনই তা সামাজিক সংগঠনে রূপ দিয়ে বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় মানুষ এখনো দারিদ্র্যের নানা বেড়াজালে আবদ্ধ। আবার মাঝেমধ্যে পরিবেশ বিপর্যয়ও বেঁচে থাকার হুমকি হয়ে দাঁড়ায়। ওইসব দুর্যোগকালে দেশের বিভিন্ন স্তর থেকে সামাজিক সংগঠনের সদস্যরা অসহায়দের সহযোগিতা দ্বার উন্মোচিত করেন! এ জন্য সামাজিক সংগঠনের গুরুত্ব অসীম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর