সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা 

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট | ২৯ জুলাই ২০২২, ১১:৩৪

সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাচালান কাজে ব্যবহৃত ০১ টি নাম্বারবিহীন নেভিব্লো পুরাতন ডিআই পিকআপ গাড়ি, ০২ টি প্রাইভেট কার, ০১ টি মোটরসাইকেল, ০১টি গরু ০২টি মহিষ, ০১ টি ছাগলসহ ০৪ জন আসামীকে আটক করা হয়। 

২৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ০৬ টায় গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৬, ১০/০৭/২০২২ খ্রিঃ তারিখের ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড সংক্রান্তে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড ও পাঠানটুলাস্থ গোয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মৃত মোছাব্বির মিয়ার ছেলে সাব্বির আহমেদ (৩০) বর্তমানে- কুমারগাঁও বাসস্ট্যান্ড, সুনামগঞ্জের ছাতক উপজেলার ময়না মিয়ার ছেলে রমজান আলী (৩২) বর্তমানে- কুমারগাঁও বাসস্ট্যান্ড, সিলেটের জকিগঞ্জ উপজেলার মোঃ রশিদ আলীর ছেলে সাফিয়ান (২৫) বর্তমানে- পাঠানটুলা, সিলেটের জালালাবাদ থানার সোহেল মিয়ার ছেলে শফিক (২৫)'দেরকে আটক করা হয়।

আটককালে উক্ত আসামীদের হেফাজত হতে চোরাচালান কাজে ব্যবহৃত ০১ টি নাম্বারবিহীন নেভিব্লো পুরাতন ডিআই পিকআপ গাড়ি, ০২ টি প্রাইভেট কার, ০১ টি মোটরসাইকেল, ০১ টি গরু, ০২ টি মহিষ ও ০১ টি ছাগলসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর