হাইওয়ে পুলিশের বিচক্ষণতায় উদ্ধার হল প্রায় ১৫ লাখ টাকার পণ্য

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০৯:২৩

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহাসড়ক থেকে চোরাই পণ্যসহ ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকা থেকে চুরি হয়ে যাওয়া মালামালসহ ট্রাকটি আটক করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকটির চালক ও তার সহযোগী চাবি ও ব্যবহৃত দুটি মোবাইল রেখে পালিয়ে যায়।

পরে ট্রাকটি ভজনপুর হাইওয়ে থানায় আনা হয়। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর আড়াইটার দিকে মালামালগুলো জব্দ তালিকা করা হয়। জব্দ তালিকায় দেখা যায়, ৬ কার্টুন ৫০০ মি.লি. সয়াবিন তেল ২শ পিচ, ৪৯ কার্টুন ১ লিটার ১৬০ পিচ, ৮ কার্টুন ২ লিটার ২৫৮ পিচ, ৫ লিটার ১৪৭ পিচ, প্রাণ আপ ১০০০ মিলি ৫পিচ, বসুন্ধরা আট ১ কেজির ২ বস্তা ও ৯২ বস্তা ভুট্টা। এসব পণ্য প্রায় ১৪-১৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এসআই শাহিন রহমান জানান, রাতে আমরা মহাসড়কে টহল দিচ্ছিলাম। রাত তিনটার দিকে তেঁতুলিয়া থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বেপরোয়া চালানো দেখে সন্দেহ হলে থামানোর জন্য সিগন্যাল দেই। কিন্তু ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুত চালাতে থাকলে পিছন থেকে ধাওয়া করতে করতে জগদলে গিয়ে ওভারটেক করে ধরতে সক্ষম হই। এ সময় ট্রাকটির চালকসহ তার সহযোগী পালিয়ে যায়। পরে ট্রাকটি হাইওয়ে ভজনপুর থানায় আনা হলে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সহযোগিতায় দুপুরে ট্রাকটির মালামাল নামিয়ে জব্দ তালিকা করা হয়।

চুরি হওয়া মালামালগুলোর মালিক রবিউল ইসলাম জানান, আমি সয়াবিন তেলের ডিলার। তিনদিন আগে গোডাউনে মাল তুলেছি। রাত ১২/১ টার সময় গোডাউন বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি গোডাউনের তালা কেটে মালামাল চুরি হয়ে গেছে। পরে তেঁতুলিয়া মডেল থানায় জানালে জানতে পারি চোরাইকৃত পণ্যসহ একটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে। থানায় এসে দেখি মালগুলো আমাদের। একই কথা বলেন ভুট্টার মালিক নাজমুল হোসেন ও ইয়াসিন আলী। তারা জানান, কালান্দিগঞ্জ বাজারের দুজনের গোডাউন থেকে প্রায় ১শ বস্তা বস্তা ভুট্টা চুরি হয়। এ ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে জানান।

হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে ভজনপুর হাইওয়ে টহল দেয়ার সময় তেঁতুলিয়া থেকে আসা মালবোঝাই ট্রাকের গতি দেখে সন্দেহ হয়। থামানোর জন্য সিগন্যাল দিলে তারা বেপরোয়াভাবে চলতে থাকলে পিছন থেকে ধাওয়া করে ট্রাকটিকে জগদল বাজার থেকে আটক করে চোরাই পণ্য উদ্ধার করি। এ সময় ট্রাক থেকে ভোজ্য তেল, আটা, দুটি মোবাইল, তালা কাটার কার্টার, ইলেক্ট্রিক তার জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক-হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটির মালিক কে জানা জানা যায়নি। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট ১৫-৬৬১২। চুরি হওয়া মালামালগুলো বিকেলে মালিকদের বুঝিয়ে দেয়া হবে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, সকালে হাইওয়ে পুলিশের মাধ্যমে চুরি হওয়া পণ্যসহ ট্রাক আটকের বিষয়টা জানতে পারি। কালান্দিগঞ্জ বাজার থেকে যাদের এসব মালামাল চুরি হয়েছিল, তারা জানিয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর