পটুয়াখালীতে ফজলে মাসুদুর রহমানকে সংবর্ধনা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৯ জুলাই ২০২২, ০৫:৩৬

সংগৃহীত

পটুয়াখালীতে মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রী কলেজের গর্ভানিং বডির সভাপতি ফজলে মাসুদুর রহমান পাপ্পাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ২৮ জুলাই বৃহষ্পতিবার কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নেসার উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ মোফাজ্জল হোসেন খান,জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খায়রুল আহসান খায়ের, শিক্ষা সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেল, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন হাজি হামেজ উদ্দীন মৃধা কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট রিফাত হাসান সজীব, কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালমা জাহান, জেলা ছাত্রলীগের নেতা আশিষ ঘোষ প্রমুখ।

এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে মাসুদুর রহমান পাপ্পা বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুজিব বাহিনীর উপ-প্রধান আমার বাবা ফজলুর রহমান রাজু সাহেব এই কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করে গেছেন। তার স্বপ্ন ছিলো মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম শিক্ষা গ্রহন করবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে তারা শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করে দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। নতুন প্রজন্ম দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠলেই জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা নির্মান করা সম্ভব হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই কলেজকে ডিগ্রি কোটায় এমপিও ভুক্ত করে দিয়েছেন। পটুয়াখালীর সকল মানুষের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে কলেজের বিভিন্ন একাডেমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর