একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন লাবনী

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ২৮ জুলাই ২০২২, ২২:০১

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় একসাথে চার সন্তান প্রসব করেছেন লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মিজান মিয়ার স্ত্রী। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি কন্যাসন্তান।

স্বাভাবিকভাবেই (নরমাল ডেলিভারি) সন্তানদের জন্ম দেন তিনি। এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বুধবার (২৭ জুলাই) সময় ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গৃহবধূ লাবনীর স্বামী মিজান মিয়া। তিনি বলেন, গত সোমবার (২৫ জুলাই) চিকিৎসার জন্য আমার স্ত্রীকে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাই। সে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ওই রাতে প্রসব ব্যথা অনুভব করে। পরে রাত ৯টার দিকে লাবনী ওই হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেয়।

মিজান মিয়া আরও জানান, একসঙ্গে চার শিশু সময়ের আগেই জন্ম নেয়ায় তাদের ওজন কম হয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ওইদিন রাত দুইটার দিকে ধানমন্ডির লংলাইফ হাসপাতালে নিয়ে তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তাছাড়া হাসপাতালের খরচও অনেক বেশি। তাই, আজ রাতেই শিশুদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার চেষ্টা করছি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর