দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুতি করার লক্ষ্যে দীর্ঘ অর্ধযুগ পরে ২৭ জুলাই পটুয়াখালী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৭ জুলাই বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখা'র দ্বি- বার্ষিক সম্মেলনের সকল পস্তুুতি নিয়েছে জেলা জাতীয় পার্টি'র আহবায়ক কমিটি।
গত কয়েকদিনে এ আহবায়ক কমিটির ফ্রন্ট লাইনের একডজন নেতা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে জেলার ৮টি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন সফর করে কমিটি গঠন করে তৃণমূলের নেতা-কমীকে উজ্জিবিত করতে অনেকটা সক্ষম হয়েছেন বলে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক জানান।
জাতীয় পার্টি জেলা শাখা'র এ দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পার্টির কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান ঢাকা দক্ষিন জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসপন বাবলা এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মেজর (অবঃ) রানা মোঃ সোহেল।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার। সম্মেলনের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন নাসরিন জাহান রত্না আমিন এমপি।
জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জাফর উল্লাহ জানান, বৃষ্টির আশঙ্খা থাকায় শিল্পকলা একাডেমীতে জেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন করতে হচ্ছে। বৃষ্টি না হলে সম্মলনে আশাতিত নেতা-কর্মীর সমাবেশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
আপনার মূল্যবান মতামত দিন: