নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ জুলাই) বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগরস্থ শীতলক্ষ্যা নদীতে এ অীভযান পরিচাীরত হয়। অভিযানের সময় একটি ড্রেজার আটক করা হলেও পরে কাগজপত্র রেখে ছেড়ে দেওয়া হয়। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় একটি বালু সিন্ডিকেট। বালু উত্তোলনের ফলে মদনগঞ্জ শান্তিনগরসহ শীতলক্ষ্যা নদী তট বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
অবৈধ বালু উত্তোলন রোধে সোমবার বিকেলে বন্দরের শান্তিরনগর চর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ড্রেজার নিয়ে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা।
আপনার মূল্যবান মতামত দিন: