বান্দরবানে বাস ও চাঁন্দের গাড়ির সংঘর্ষ

বান্দরবান প্রতিনিধি | ২৫ জুলাই ২০২২, ০৭:২১

সংগৃহীত

বান্দরবানে পুরবী যাত্রীবাহীবাস ও চাঁন্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

২৪ জুলাই রবিবার বিকালে বান্দরবান- কেরাণীহাট সড়কের মেঘলা পর্যটন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম হয়ে বান্দরবানের উদ্দেশ্যে আসছিল। মেঘলা পর্যটন কেন্দের দিকে পৌঁছানোর আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পরে মেঘলা পর্যটন কেন্দ্রের বাসষ্ট্যন্ডে দাঁড়িয়ে থাকা জীপ গাড়ির (চাঁন্দের গাড়ি) সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে বাসের ভিতরে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয়রা।

বান্দরবান ট্যুরিষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ব্রেক ফেল হওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে ঘটনাস্থলে বাসযাত্রী ও পর্যটকদের কেউ আহত হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর