শেরপুরে রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে (ইউএনও)'র খাদ্য সহায়তা পেলো হতভাগ্য জমজ দুই বোন

মো. রাজন মিয়া, শেরপুর | ২৪ জুলাই ২০২২, ১০:৩৭

সংগৃহীত

শেরপুরে রিপোর্টার্স ইউনিটি (এসআরইউ) এর মাধ্যমে শেরপুর সদর (ইউএনও)’র খাদ্য সহায়তা পেলেন হতভাগ্য জমজ শিশু জেসমিন-ইয়াসমিন।

২৩ জুলাই (শনিবার) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের চর-জঙ্গলদী গ্রামে জমজ শিশু’র দাদী ফিরোজা বেগমের হাতে উপজেলা প্রশাসনের এসব খাদ্য সহায়তা তুলে দেন শেরপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।

এসব খাদ্য সহায়তার মধ্যে ছিলো সুগন্ধি চাল, ডাল, তেল, চিনি, সাগু, বিস্কুট ও খেজুর। খাদ্য সহায়তা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জিএম বাবুল,বিশিষ্ট সাংবাদিক ও কবি রফিক মজিদ এবং রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শফিউল আলম সম্রাট, সহ-সভাপতি এনামুল হক, যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাজন মিয়া সহ প্রমূখ।

জানা যায়, প্রায় তিন বছর আগে শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের হতভাগ্য জমজ বোন জেসমিন-ইয়াসমিনের বাবা এবং মা দু’জনই নিজেদের স্বার্থে পৃথক ভাবে সংসার গড়ে নিরুদ্দেশ হয়ে যান। এসময় মাত্র ৬ মাস বয়সের জেসমিন-ইয়াসমিনকে দেখাশোনা করতো তাদের দাদী ফিরোজা বেগম। ফিরোজা বেগমও প্রায় ১৫ বছর আগে স্বামী মারা যাওয়ার কারণে ঢাকায় ছেলের কাছে থাকতেন। কিন্তু তার ছেলে ও ছেলের বউ মাত্র ৬ মাস বয়সের দুধের শিশুদেরকে ফেলে চলে যাওয়া ফিরোজার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। জমজ শিশুদের বাঁচানোর স্বার্থে তিনি ফিরে আসেন গ্রামে।

এখানে তিনি ভিক্ষা করে তার নাতনীদের খাওয়ার ব্যবস্থা করতে থাকেন। কিন্তু নাতনীদের জন্য গরুর দুধতো দূরের কথা নিজের পেটের ভাতই জোগাড় করা কষ্ট হয়ে পড়ে। তারপরও এবাড়ি-ওবাড়ি চেয়ে-চিন্তে চলতে থাকে দাদী-নাতনীদের জীবন সংগ্রাম। অসুখ-বিসুখ, বিদ্যুবিহীন ভাঙ্গা ঘরে রোদ-বৃষ্টি আর প্রচন্ড গরমে কোন রকমে বেঁচে আছে তারা।

এদিকে এ খবর পেয়ে শেরপুর রিপোর্টার্স ইউনিটি’র নেতৃবৃন্দরা গত রমজানের ঈদের আগে কিছু নগদ টাকা ও খাদ্য সহায়তা দেন।

এসময় বেশ কিছু গণমাধ্যমে তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে নেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার। তার উদ্যোগে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস ২২ জুলাই (শনিবার) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবির খানের মাধ্যমে কিছু খাদ্য সহায়তা পাঠান ওই জেসমিন-ইয়াসমিনের জন্য।

তিনি জানান, পরবর্তিতে তাদের জন্য প্রতি মাসে কিছু অর্থ সহায়তা এবং তাদের ভাঙ্গা ঘরটি সংস্কারের উদ্যোগ নিবেন উপজেলা প্রশাসন থেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর