রাজিবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর (কুড়িগ্রাম) | ২৪ জুলাই ২০২২, ০৯:৪৮

সংগৃহীত

কুঁড়িগ্রামের চর রাজিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা মৎস্য কমকর্তা। 

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার। তিনি আরও বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ।

এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাইনীজ দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও এগুলোর বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান, সোহেল রানা, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, রাজিবপুর প্রেসক্লাবের রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর