ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”
শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। এসময় তিনি সপ্তাহব্যাপী কার্যক্রম তুলে ধরেন।
তিনি আরো বলেন , ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ বক জাল, রাক্ষুসে জাল দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ এছাড়াও অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এসময় মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: