জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

তানভীর আহমেদ হীরা, জামালপুর | ২৪ জুলাই ২০২২, ০৪:১৪

সংগৃহীত

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩জুলাই) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী,সাংবাদিক তানভীর আহমেদ হীরা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, জামালপুরে গত অর্থ বছরে ৪২ হাজার ৩৩৫ মেট্টিক টন মাছ উৎপাদিত হয়েছে এবং ৮৫ মেট্টিক টন ইলিশ মাছ আহরিত হয়েছে। এছাড়া আধুনিক মৎস্য চাষাবাদে মৎস্য খামারিদের উদ্বুদ্ধকরণ ও সরকারি পৃষ্ঠপোষকতায় জেলেপল্লীর ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়। দেশের আমিষ ঘাটতি পূরণে ছোট বড় উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষন প্রদান করা আবশ্যক। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর