-2022-07-22-13-06-18.jpg)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৪০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে নাজমুল (২৭) এবং উত্তর কাজির হাওলা গ্রামের জহির হাওলাদারের ছেলে শাকিল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাজির হাওলা গ্রামে অভিযান চালায় রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল। এ অভিযানে ১৪০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাজমুল ও শাকিল গ্রেফতার হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম মজুমদার,জানান গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: