প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাইকগাছায় ৪৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল গৃহ ও জমি।
মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক মহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ঘোষানুযায়ী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নব নির্মিত দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট'র মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে সুফল ভোগীদের উন্নত জীবন গঠন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে দেশে কোন ঠিকানা বিহীন বা গৃহহীন মানুষ থাকবে না বলে ঘোষনা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ৪৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য জমির দলিল ও নতূন ঘরের চাবি তুলে দিয়েছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।উপস্থাপনা করেন, সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু। উদ্বোধনী সভায় আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারি শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল ও রবিউল ইসলাম, পিআইও ইমরুল কায়েস, সাবেক সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সাংবাদিক, সুফলভোগী সহ নানা শ্রেণী-পেশার মানুষ।
আপনার মূল্যবান মতামত দিন: