হরিরামপুরে পোনা মাছ বিক্রির অপরাধে জরিমানা

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৬:১১

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পোনা মাছ বিক্রির অপরাধে আটজন মৎস্য ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য দপ্তরসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে নয়টা পর্যন্ত উপজেলার ঝিটকা, দিয়াবাড়ী এবং লাউতা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। পরে পোনামাছ জব্দ করে আটজন জেলেকে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজন জেলেকে ৩৪ হাজার জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে নয়টা পর্যন্ত উপজেলার ঝিটকা, দিয়াবাড়ী এবং লাউতা বাজারে অভিযান পরিচালনা করে ১১০ কেজি রুই জাতীয় পোনা জব্দ করি। এসময় আটজন জেলেকে আটক করে উপজেলা নিয়ে আসি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্যার। ভ্রাম্যমাণ আদালতে আটজন জেলেকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মাছ তিনটি এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর