চৌদ্দগ্রামে এলজিইডি’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৬:০২

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জন্য ঘোষিত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২২ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন এর নির্দেশনায় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী স্ব-স্ব কার্যালয়ে কর্ম-পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম যেমন অকেজো মালামাল নিষ্পত্তিকরণ, নথি বিনষ্টকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থাসহ নানামুখী কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, কার্য সহকারীবৃন্দ, হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজারসহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, চত্ত্বরের বিভিন্ন স্থানের খানাখন্দ মাটি দিয়ে ভরাটকরণ, অফিস কক্ষের ফাইলপত্র ঘোচানো এবং ত্রুটিযুক্ত আসবাবপত্র মেরামত, অফিসের সৌন্দর্য্য বর্ধনে টবজাত ফুলের চারা রোপনসহ সামগ্রীকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর