শেরপুরে মুজিববর্ষের উপহার জমিসহ ঘর পেলো আরও ১৬১ ভূমিহীন গৃহহীন পরিবার

মো. রাজন মিয়া, শেরপুর | ২২ জুলাই ২০২২, ০৫:৩২

সংগৃহীত

সারাদেশের ন্যায় শেরপুরেও মুজিববর্ষের উপহার হিসেবে জমিসহ ঘর পেলো আরও ১৬১ ভূমিহীন গৃহহীন পরিবার।

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় বরাদ্দে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৭৯ হাজার টাকা। এ নিয়ে জেলায় ৯৪৮টি পরিবারকে পূনর্বাসিত করা হলো।

২১জুলাই (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর বিতরন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে জেলার ৫টি উপজেলার তৃতীয় পর্যায়ের ১৬১টি ঘর জমির দলিলসহ উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এর আগে প্রথম পর্যায়ে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১৯১টি পরিবারকে, দ্বিতীয়পর্যায়ে ৪ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে ১৬৭টি পরিবারকে এবং তৃতীয় পর্যায়ে প্রথম বরাদ্দে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজারটাকা ব্যয়ে ১৬৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

এবার ৪ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ১৬১টি পরিবারকে পূনর্বাসিত করা হলো। 

এ সময় বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর জেলা যুবলীগের সভাপতি ও ১ নং কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর