কক্সবাজারের ইনানী বিচ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ২২ জুলাই ২০২২, ০৫:১৪

সংগৃহীত

সাগরে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিন জানান, গত বুধবার (২০ জুলাই) আনুমানিক ১১ টায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে আগত ৪ জন পর্যটক সাগরে গোসল করতে নামলে জোয়ারের স্রোতে ভেসে যায়। এর মধ্যে ৩ জন উঠে যেতে পারলেও ১ জন নিখোঁজ হয়।

এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ৪টি বোট যোগে সার্চ এন্ড রেসকিউ অপারেশন পরিচালনা করা হয়। সার্চ এন্ড রেসকিউ চলাকালীন আনুমানিক ৬ টায় কোষ্ট গার্ড ষ্টেশন ইনানী কর্তৃক ডেইল পাড়া ঘাটের নিকট হতে উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতব্যক্তির নাম ইউসা আবদুল্লাহ (১৬)।

তিনি আরও জানান, পরবর্তীতে মৃতদেহটি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর