নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২০ জুলাই) বিকেল ৪টায় বিএমএসএফ মহিপুর থানা শাখার উদ্যোগে কুয়াকাটা পৌরভবনের তিন তলার একটি হল রুমে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান বুলেট এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের।
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)তিনি বলেন, আমরা সাংবাদিকদের ১৪ দফা দাবী নিয়ে সারাদেশে কাজ করছি। মফস্বল সাংবাদিকদের কল্যাণে দাবী আদায়ে সব সময় যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি সেজন্য সকলকে এক হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক বাদল হোসেন, আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাংলা টিভির কলাপাড়া, কুয়াকাটা প্রতিনিধি মনির হাওলাদার, কে এম জহির খান।
মহিপুর রিপোটার্স ইউনিটের সভাপতি আরিফ সুমন সাধারণ সম্পাদক মোঃ রুমী শরীফ, আব্দুল কাইউম (আরজু), আবুল হোসেন (রাজু) সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা ও কলাপাড়া কুয়াকাটাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি, সদস্য ও সুধীজনদের মাঝে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএমএসএফের লোগো সম্বলিত মগ প্রদান করেন।
আপনার মূল্যবান মতামত দিন: