ভেঙে ফেলা হবে নিউমার্কেটের ফুটওভার ব্রিজ, বসছে চলন্ত সিঁড়ি

মমিনুল হক রাকিব | ২১ জুলাই ২০২২, ০৭:১৬

সংগৃহীত

রাজধানী নিউমার্কেটের সামনে মিরপুর রোডে অবস্থিত পুরোনো ফুটওভার ব্রিজ ভেঙে ফেলা হবে। সেখানে আধুনিক এসকেলেটরযুক্ত (চলন্ত সিঁড়ি) ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২০ জুলাই) দুপর ১২টার দিকে নিউমার্কেটের ফুটওভার ব্রিজ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরিদর্শনের সময় মেয়র মিরপুর রোডের দুই পাশে পুরোনো ফুটওভার ব্রিজ ঘুরে দেখেন এবং নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। এসময় তিনি নিউমার্কেটের স্থানীয় ও আশপাশের ব্যবসায়ী, মালিক সমিতির নেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) কাজী মো. বোরহান উদ্দিন বলেন, নিউমার্কেটের এ ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ সড়ক পারাপার হয়। কিন্তু বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ। তাই ভেঙে আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর