ভোক্তা অধিকারের অভিযানে দু’টি প্রতিষ্ঠানে জরিমানা

পাবনা প্রতিনিধি | ২১ জুলাই ২০২২, ০৫:১৮

সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাবনার দু’টি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক জহিরুল ইসলাম জেলার সাঁথিয়ায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে উপজেলার বনগ্রাম বাজারে অবস্থিত ইমারুল অয়েল মিলে সরিষা ও পামতেলের সাথে রঙ মিশিয়ে সরিষার তেল তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪২ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযান পরিচালনা করতে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদ আলম। নিরাপত্তা বিধানে সহযোগিতায় ছলি আতাইকুলা থানা পুলিশের একটি টিম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর