কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২২টি মামলায় সর্বমোট ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের যৌথ পরিচালনায় চৌদ্দগ্রাম বাজার অংশের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সরকার পৌরসভা আইন ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮২ ধারায় ২২টি মামলায় মোট ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার এএসআই ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, ‘চৌদ্দগ্রাম বাজার এলাকার ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এবং যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। অবৈধ দখল ও যানজট নিরসনে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে’।
আপনার মূল্যবান মতামত দিন: