সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

এহসান রানা, ফরিদপুর | ১৮ জুলাই ২০২২, ০৬:২৫

সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের সাতৈর মাছ বাজারের পূর্বপাশে গৌতম সাহার নবনির্মিত বিল্ডিংয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মল্লিক (২৫)ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রাজমিস্ত্রি লোকমান মল্লিকের ছেলে। মৃত নির্মাণ শ্রমিকের স্ত্রীসহ তিন ছেলে মেয়ে রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত দুই মাস আগে সাতৈর মাছ বাজারের পূর্বপাশ সংলগ্ন বাসিন্দা গৌতম সাহা ৫ তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। ভবনের নিচ তলায় সেপটিক ট্যাঙ্কি তৈরী করেন। সে সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ভেতর পড়ে যান নির্মাণ শ্রমিক বিল্লাল মল্লিক। পরে বিষাক্ত গ্যাসের কারণে সেপটিক ট্যাঙ্কির ভেতরে তিনি মারা যান ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্কি ভেঙ্গে শ্রমিকের মৃত লাশ উদ্ধার করেন।

এর আগে ওই শ্রমিককে উদ্ধার করতে এগিয়ে আসেন আরেক নির্মাণ শ্রমিক ইস্রাফিল শেখ (১৮)। তিনিও সেখানে উদ্ধার করতে এসে অসুস্থ হয়ে পরেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হসপিটালে পাঠিয়ে দেন। অসুস্থ নির্মাণ শ্রমিক ইচাখালী গ্রামের আকরাম শেখের ছেলে। সে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।

ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে তার লাশ সুরতহাল করে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জানতে পেরেছি, সে কাজ করতে গিয়ে সেপটিক ট্যাঙ্কির ভেতরে পড়ে মারা গেছেন। তবে তার পরিবার অভিযোগ করলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর