নারায়ণগঞ্জে ঈদে বাড়ী যেতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আ ত্ন হ ত্যা

মোশতাক আহমেদ শাওন | ১৪ জুলাই ২০২২, ০৫:৫৫

সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে যেতে না দেওয়ায় মিম আক্তার জুই (২০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এ ঘটনায় আত্নহননকারীর চাচা মো. মাসুদ পারভেজ বাদী হয়ে বুধবার (১৩ জুলাই) ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এরআগে মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে লাশ পাঠায়। ফতুল্লা মডেল থানার নিতাইপুর সবুজ ছায়ার আবু বক্কর সিদ্দিকের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে ।

আত্নহননকারী মিম আক্তার জুই বরিশাল জেলার বাজেরগঞ্জ থানার ক্ষুদ্রকাঠি গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে ও সৌদি প্রবাসী তানভিরুল ইসলামের স্ত্রী। দেড়বছর পূর্বে তানভিরুল ইসলামকে ভালোবেসে পরিবারের অসম্মতিতে বিয়ে করে নিহত মিম।

বিয়ের কিছুদিন পর তানভিরুল ইসলাম সৌদি আরব চলে যায়। এবং মিম আবু বক্কর সিদ্দিকের বাসায় ভাড়া থেকে মাহিন লেভেল টেক্সঃ লিঃ ফ্যাশন নামক পোষাক তৈরির কারখানায় কাজ করে আসছিলো। সে এখানে একাই বসবাস করতো।

দায়ের করা অপমৃত্যুর মামলায় উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে যেতে চাইলে সৌদি প্রবাসী স্বামী তানভিরুল ইসলাম নিষেধ করে। এ নিয়ে মোবাইল ফোনে স্বামীর সাথে কথাকাটি হয়। এর জের ধরে ঘটনার দুদিন পূর্বেও নিহত জুই নিজের মাথা নিজেই ফাটিয়ে রক্তাক্ত করে। 

মঙ্গলবার রাত আটটার দিকে নিহতের বান্ধবী সানজিদা তাকে ডাকতে গেলে গিয়ে দেখে দরজা বন্ধ। তারপর ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ীর কেয়ারটেকার কে নিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো নিহত মিম আক্তার জুইয়ের ঝুলন্ত দেহ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই সে আত্নহত্যা করেছে। প্রবাসী স্বামীর সাথে মেয়েটির বনিবনা হচ্ছিলোনা। ফোনে কথা কাটাকাটি হয়েছিলো। এ কারনেই হয়তো আত্নহত্যা করতে পারে। 

   

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর