বরগুনায় পটুয়াখালী থেকে আসা পাহারাদারের মর্মান্তিক মৃত্যু

তালুকদার মোঃ মাস্উদ, বরগুনা জেলা প্রতিনিধি | ১৩ জুলাই ২০২২, ০১:৩০

সংগৃহীত

বরগুনা সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ঠিকাদার প্রতিষ্ঠানের পাহারাদার এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত  (১২ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয়  আবুল বাশার হাওলাদার জানান মৃত্যু মোস্তফা হাওলাদার (৫৮) ঈদের দিন দুপুরের পটুয়াখালী তার নিজবাড়ি খানা খেয়ে ঘটনাস্থলে এসে মারামাল পাহারার উত্তর লাকুরতলা কাজে যোগদেন। রাতে তিনি অসস্তি বোধ করলে পাশের ভবনে থাকা পাহাদার বাসু মিয়াকে জানালে তিনি তার সাথে থাকা ঔষধ খেয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু ঘন্টা খানেক পরে তার কোন সাড়া না পেলে স্থানীয়দের খবর দেয় পাহাদার রাসু।

পরে বরগুনা সদর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ সুরাতহাল করার জন্য লাশ মর্গে পাঠায়।

ইতিমধ্যেই তার বাড়ী থেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজনা এসে হাজির হয়। নিহতের বাড়ি পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভার  ৯ নং ওয়ার্ডে। তার পিতার নাম জনু হাওলাদার। ঠিকাদার নাজমুল হাসান উত্তর লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের কাজ পেয়ে তাকে পাহারাদার নিয়োগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত  কোন মামলা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর