জুয়া ও মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মোংলায় সুমন শিকদার (৪০) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে চাপাতী দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
মাদক ব্যবসায়ী দূর্বৃত্তরা চক্রের হামলার শিকার ওই ব্যবসায়ীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টায় উপজেলার কচুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সুমন শিকদারের বড় ভাই আলমগীর শিকদার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, কচুবুনিয়া বাজার এলাকায় জুয়েল হাওলাদার এক দোকান ঘরের কক্ষে দীর্ঘদিন ধরে জুয়ার আসর সহ গাঁজা, ইয়াবার ব্যবসায় এলাকার পরিবেশ কুলষিত করে আসছিল। এতে যুব সমাজ নস্ট ও সামাজিক ও নৈতিক অবক্ষয় বাড়তে থাকায় এলাকাবাসির মধ্যে নানা শংকা তৈরি হয়। আর এ অবৈধ ব্যবসা বন্ধে বিভিন্ন সময় স্থানীয়রা প্রতিবাদ করে আসছে। একই বিষয় আমার ছোট ভাই সুমন শিকদার তাদের ওই জুয়া ও মাদক ব্যবসা বিরোধী করলে জুয়েল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও জীবন নাশের হুমকি দেয়। শুক্রবার ৯ জুলাই রাতে বড় ভাই আলমগীরে বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে পূর্ব থেকে রাস্তার পাশে ওৎ পেতে থাকা জুয়েল হাওলাদার, জাহিদ হাওলাদার, মিজানুর হালাদার, ইকবাল হাওলাদার, কামরুল হাওলাদার সহ অজ্ঞাত ব্যক্তিরা লাঠি, রড় ও চাপাতী দিয়ে তাকে ঘিরে ফেলে। কোন কিছু বুঝে ওঠার আগেই সুমন শিকদারের উপর অতর্কীত হামলা চালায়। তাদের এলোপাথাড়ি হামলা, মারধর ও চাপাতীর কোপে ঘটনাস্থালে লুটিয়ে পড়ে সুমন। পরে পথচারীরা উদ্ধার করে রাতেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মোংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দিকে মাদক ব্যবসায়ীদের হামলা ও বেপরোয়া কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: