ঝুঁকি নিয়ে অভ্যন্তরীণ রুটের লোকাল বাসে ঢাকা ছাড়ছেন মানুষ

মমিনুল হক রাকিব | ১০ জুলাই ২০২২, ০১:৫৫

সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের নারায়াণগঞ্জ অংশে যাত্রীর চাপ রয়েছে প্রচুর। রাস্তায় যানজট না থাকলেও দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত বাস।

শনিবার (৯ জুলাই) দুপুরে মহাসড়কের বিশ্বরোড পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসের টিকিট কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়। বাসের টিকিট না পেয়ে অনেকেই অপেক্ষামান অবস্থায় রয়েছেন। 

এদিকে দূরপাল্লার বাস এর টিকিট স্বল্পতার সুযোগ নিয়ে ঢাকা এবং ঢাকার আশেপাশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী লোকাল বাস দূরপাল্লার যাত্রী তুলছেন অতিরিক্ত ভাড়ার বিনিময়ে। এই অভ্যন্তরীণ রুটের বাসগুলো স্বল্প দূরত্বে ব্যবহারের উপযোগী হলেও দূরপাল্লায় রয়েছে দূর্ঘটনার সম্ভাবনা। ঝুঁকি জেনেও কোনো উপায়ন্তর না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকেই। 

অভ্যন্তরীণ রুটের অধিকাংশ বাস অধিক মুনাফা লাভের আশায় দূরপাল্লার যাত্রী পরিবহণ এর কারণে অভ্যন্তরীণ রুটে দেখা দিয়েছে বাস সংকট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস এর দেখা পাচ্ছেন না যাত্রীরা। বাধ্য হয়ে গরুর পিকআপ কিংবা ভেঙে ভেঙে স্বল্প দূরত্ব পাড়ি দিচ্ছেন অনেকেই।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর