চুয়াডাঙ্গায় নয় কেজি রূপার গহনা আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৯ জুলাই ২০২২, ০৮:৩৬

সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার সীমান্তবর্তি ফুলবাড়ি গ্রাম থেকে নয় কেজি রূপার গহনা আটক করেছে বিজিবি। বিজিবির ধারণা, রূপাগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এগুলো আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক মূল্য ১১ লাখ ৩১ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, শুক্রবার বিকালে গোপন খবর আসে ফুলবাড়ি গ্রামে ভারত থেকে বিপুল পরিমাণ রূপার গহনা পাচার করে আনা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বিকালে ফুলবাড়ি গ্রামের সীমান্ত সংলগ্ন মাঠে অভিযান চালানো হয়। এসময় গ্রামের একটি পাট ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় আট কেজি ৮০০ গ্রাম (৭৫৪ ভরি) রূপার গহনা পাওয়া যায়।

বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে ৬ বিজিবির নায়েক সুবেদার মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দর্শনা থাকার একটি মামলা দায়ের করেছেন। পরে আটককৃত রূপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর