সাম্প্রতিক সময়ে হঠাৎ করোনার উর্ধ্বগতির কারণে সিলেটে জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন বাস টার্মিনাল, মেডিকেল কলেজসহ জনবহুল এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।
বুধবার (৬ জুলাই) সিলেটের নওধার গণস্বাস্থ্য কেন্দ্র শাখা থেকে এসব তথ্য জানানো হয়। শাখার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণের সার্বিক সহায়তায় মঙ্গলবার এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, এর আগে গত ১৭ জুন থেকে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে একশ' টনের অধিক খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রায় ৩০ হাজার পরিবারকে খাবার এবং গৃহপালিত প্রাণিদের জন্য গো-খাদ্য বিতরণ করা হয়।
এছাড়া পানিবন্দী মানুষের চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বন্যার্তদের নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে। তাছাড়া বন্যা পরবর্তী সময়ে কৃষি ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে সংস্থাটি।
আপনার মূল্যবান মতামত দিন: