জামালপুরের বকশীগঞ্জে অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ৫ জুন রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব জাল জব্দ করে ধ্বংস করা হয়। এসময় এক জনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, ইউপি সদস্য লিটন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, অবৈধ চায়না রিং জাল এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: