পিরোজপুরে বাসের ধাক্কায় দুই ব্যবসায়ীর মৃত্যু

মো শফিকুল ইসলাম, পিরোজপুর | ৩ জুলাই ২০২২, ০৮:১৩

 সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর হোসেন (৫০) ও মো. হিরু সিকদার (৪৮) নামের দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়ার পুত্র এবং হিরু সিকদার একই এলাকার আজিজ সিকদারের পুত্র।

এ সময় মো. ইউনুস আলী ও শাহিন হোসেন নামের আরো ২ জন আহত হন। 

আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার চরখালী- মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ 

সংলগ্ন জমাদ্দার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুর ১২টার দিকে 

ভান্ডারিয়া থেকে ট্রলিটি মঠবাড়িয়ায় যাচ্ছিল । এ সময় 

ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বনফুল’ পরিবহন (ঢাকা মেট্টে-ব-১৪-২৭৯০৭৬) 

পিছন থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো এক জনের মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, বাসের ধাক্কায় 

দুইজনের মৃত্যু ও অরো দুই জন আহত হয়েছে।  

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর