শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি চেম্বার পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ জুলাই) ভোররাতে নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই আকস্মিক তারাগঞ্জ দক্ষিণ বাজার কাঁচামালের আড়তদারদের মার্কেটে আগুন জ্বলতে থাকে। মুহুর্তেই কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ার পর শহরের কমিউনিটি পুলিশ এবং আশপাশের মানুষ টের পান।
এসময় তাদের ডাকা চিৎকারে আশপাশের আরও লোকজন ছুটে আসেন। আগুন লাগার কিছুক্ষন পরই খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। একই সাথে পুড়ে যায় এ্যাডভোকেট দিপঙ্কর চন্দ্র সরকার দিপুর ল’ চেম্বার। এসময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও জানা যায়, ওখানে চারটি মোটরসাইকেল, চারটি রাইস মিল, মশলা ভাঙার মিল, পিঁয়াজ-রসুন-আলুর আড়ত, গরম মশলার পাইকারী দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, মুদী ও লন্ডীর দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়ায় প্রায় এক কোটি টাকার উপরে। এই ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বজ্রপাতের পর ইলেক্ট্রিক কোন সরঞ্জামে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবকর সিদ্দিক ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আপনার মূল্যবান মতামত দিন: